কথোপকথন : সহিহ্ বিনোদন
আহলূস সুন্নাহ্ Vs. আহলে হাদিস
বিষয় ══ মাযহাব না মানলে বুখারী মুসলিম মানা যায় না

আহলূস সুন্নাহ্ Vs. আহলে হাদিস

# আহলে হাদিস : আপনার লিখা দেখে মনে হয় আপনি মাযহাব অনুসরণ করেন। আপনাকে একটি উপদেশ দিচ্ছি, বুখারী মুসলিম পড়ুন আর মানুন, ঐসব মাযহাব অনুসরণ করা বাদ দিয়ে দিন, কারণ মাযহাব অনুসরণ করা স্পষ্টতই কুফরী, বিদয়াতী, গোমরাহী।

# আহলূস সূন্নাহ্ : আপনি নিশ্চিত তো মাযহাব অনুসরণ করা স্পষ্টতই কুফরী, বিদয়াতী, গোমরাহী?

# আহলে হাদিস : হ্যা, অবশ্যই। আমার কাছে কুরআন হাদীসের দলীল আছে।

# আহলূস সূন্নাহ্ : তাহলে ভাই আপনি নিজেই তো বুখারী মুসলিম পড়তে পারবেন না, মানা তো দূরের কথা! কারণ আপনিতো বুখারী, মুসলিম পড়ার অধিকার হারিয়ে ফেলেছেন।

# আহলে হাদিস : কী বলছেন!, পড়তে পারব না কেন? (সে অবাক হয়ে বলল)

# আহলূস সূন্নাহ্ : দেখুন, ইমাম বুখারী তো আর আপনাকে নিজ হাতে তাঁর বুখারী শরীফটি দিয়ে যাননি, তাই না?

# আহলে হাদিস : হ্যা, অবশ্যই। তো, তাতে কী!

# আহলূস সূন্নাহ্ : এবার শুনুন, এই পৃথিবীতে বুখারী শরীফের অনেকগুলো নুছকা পাওয়া যায়।
তবে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ৪টি।

এই চারটি নুছকা যাদের তাদের নাম হলো :
০১. ইবরাহীম বিন মা’কাল বিন হাজ্জাজ আন নাসাফী রহঃ। তিনি ২৯৪ হিজরীতে ইন্তেকাল করেছেন।

০২. হাম্মাদ বিন শাকের আন নাসাফী রহঃ। যিনি ৩১১ হিজরীতে ইন্তেকাল করেছেন।

০৩. মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরী রহঃ। তিনি ৩২০ হিজরীতে ইন্তেকাল করেছেন।

০৪. আবু তালহা মানসুর বিন মুহাম্মদ রহঃ। তিনি ২৬৯ হিজরীতে ইন্তেকাল করেছেন।

আপনি লক্ষ্য করুন,
এই ৪জনের মাঝে প্রথম দুইজন :
০১. ইবরাহীম বিন মা’কাল বিন হাজ্জাজ আন নাসাফী রহঃ এবং
০২. হাম্মাদ বিন শাকের আন নাসাফী রহঃ ইমাম আবু হানীফা রহঃ এর মাযহাবভূক্ত।
আর অন্য দুজন হলেন শাফেঈ মাযহাবের অনুসারী।

কিছু কী বুঝতে পারছেন!

অর্থাৎ বুখারী শরীফকে যারা পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছেন, তারা সবাই মাযহাবী ছিলেন, কেউ আপনাদের মত লা-মাযহাবী বা গায়রে মুক্বাল্লেদ ছিলেন না।

শুনে আরও অবাক হবেন, মুসলিম শরীফের শুধুমাত্র একটি নুছকা পাওয়া যায়।
আর এ নুছকাটি যাঁর তিনিও একজন হানাফী।
অর্থাৎ মুসলিম শরীফকেও পৃথিবীতে টিকিয়ে রেখেছেন হানাফী।

আরও শুনুন,
বিশ্ব বিখ্যাত হাদিস সংকলন মুয়াত্তা; যে কিতাবটিকে উম্মুল সহীহাইন অর্থাৎ বুখারী মুসলিম কিতাব দু'টির ``মা`` বলা হয় এবং বুখারী মুসলিমের আগে সংকলিত বলা হতো, আর এর প্রসিদ্ধি হলো দুনিয়ার বুকে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব মুয়াত্তা; সেই মুয়াত্তার ২টি নুছকা পাওয়া যায়।
তার মধ্যে একটি হলো ইমাম মুহাম্মদ (রহঃ) এর।

অন্য নুছকাটি হল ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল লাইছি আল মাসনুদের। যেটাকে পৃথিবীর সকলে মুয়াত্তা মুহাম্মদ বলে থাকি।

কিছু বুঝতে পারছেন!
শুনুন,
ঐ ২ জনের প্রথম জন হলেন হানাফী আর দ্বিতীয়জন হলেন মালেকী।
অর্থাৎ মুয়াত্তাকেও দুনিয়ার বুকে টিকিয়ে রেখেছেন মাযহাব অনুসরনকারীরা।

এবার আপনার কথাতেই আসুন,
যদি মাযহাব অনুসরণ করা স্পষ্টতই কুফরী, বিদয়াতী, গোমরাহী হয়ে থাকে তবে এ সমস্ত নুছকা যারা আমাদের কাছে নিয়ে এসেছেন তারা সবাই কুফর করেছেন, তারা সবাই বিদয়াতী, গোমরাহ্, কাফীর (নাউযুবিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্)।

তাহলে এবার আমাকে বলুন,
আপনি কিভাবে এমন ব্যক্তিদের নিয়ে আসা হাদীসের কিতাব পড়ছেন, আর মানছেন যাঁরা নিজেরাই কি না কুফর, বিদয়াত, গোমরাহীতে লিপ্ত ছিল!
কোন যুক্তিতে তাদের দেয়া কিতাব অনুসরণ করা জায়েয হবে?
কারনটি কি বলবেন?

আর যদি তাদের দেয়া কিতাব পড়ার কোন যৌক্তিকতা না থাকে তবে,
এখন হয়, আপনি আজ থেকে বুখারী মুসলিম পড়া ছেড়ে দিন, আর না হয় আপনার নিজের জ্ঞানকে আরেকবার পরিশুদ্ধ করে নিন।
___
আশা করছি, এই ইরশাদ আহলে হাদিস দাবীদারদের জন্য যথেষ্ট হবে।
যদি যথেষ্ট না হয় তবে আল্লাহ্ সূবহানাহু ওয়া তা'আলা আরও উত্তম ইরশাদ তাদের নসীব করুন।

Viewrs নিচের লিংকের আলোচনাটি মাযহাবের সমর্থনে আপনার অবস্থানকে sustainable করবে।
পৃথক ফোল্ডারে কপি করে সেইভ করে রাখুন।

নোট :
____
*_ মাযহাব মানলে মুশরিক হয় না; যাদের হাত ধরে ইসলাম তাঁরা সকলেই মাযহাবভূক্ত :
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1666045127044259
*_  প্রসঙ্গ : সূন্নাহ্ মান্য। সকল হাদিস, সূন্নাহ্ নয়।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1680658558916249
*_ প্রসঙ্গ : ফিত্না বা বিশৃঙখলায় আহালূস সূন্নাহ্ হওয়া বা সূন্নাহ্ আঁকড়ে ধরে থাকা।
https://m.facebook.com/hasan.mahmud/posts/1681169245531847
*_ প্রসঙ্গ : দ্বীনের ফিক্বাহ্ অর্জন; যারা অর্জন করে তথা অর্জনকারীদের অনূসরণ।
https://m.facebook.com/hasan.mahmud/posts/1681989658783139
*_* ফিকাহ্ শাস্ত্র (School of Thoughts) ও ফকিহ্ স্কলার বা শায়খ বা ইমামগনের মর্যাদা বা গুুরুত্ব : যাঁদের রায়ে সহীহ্ হাদিস অনূসরণ চলছে তাঁদের দৃষ্টিতে
____
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1680286292250743
▆ সাহাবাযুগে তাকলিদ বা মাজহাব বা অনূসরণ
https://m.facebook.com/hasan.mahmud/posts/1775659106082860
_______

Top