রাসূলে কারিম (صلى الله عليه و آله وسلم) কে স্বপ্নে দেখা নিয়ে মতিউর রাহমান নজদী অপব্যাখ্যা করেছে।
ওয়াহাবী/নজদীদের কথা প্রত্যাখ্যান করুনঃ আপনার আমার মনের মধ্যে সন্দেহের বীজ বপন করতে চায় মতিউর রাহমান নযদীরা।

রাসূলে কারিম (صلى الله عليه و آله وسلم) কে স্বপ্নে দেখা নিয়ে মতিউর রাহমান নজদী অপব্যাখ্যা করেছে।
[https://m.youtube.com/watch?v=EDvjAH9vt9Q]
অপব্যাখ্যার পোস্টমর্টেম
_______
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1972549279727174
____________

প্রথমে মতিউর রাহমানের বক্তব্যটি শুনুন,
______________________
‘অমুক ব্যক্তি অমুক ওলীকে দেখলেন!
আল্লার নবীকে দেখলেন!
আল্লার নবীকে দে—কেমন করে বুঝলেন যে, আল্লার নবী? আপনি?
(কপাল কুঁচকায়ে)
দেখেছেন আল্লার নবীকে?
তয় শয়তান তো ধোঁকা দিতে পারে আপনাকে?
সাহাবী যদি দেখতেন আল্লার নবীকে, তাইলে হ্যা, সাহাবী দিনে দেখেছেন আল্লার নবীকে, আর রাত্রে স্বপ্নে দেখেছেন, তাহলে তিনি অবশ্যই দেখেছেন। কারণ নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূপ ধারণ শয়তান করতে পারবে না, এটি সহীহ হাদীস’।
এই হল বেদ’আতী লোকটার বক্তব্য।

সে তার বক্তব্যে যা বুঝাতে চাইলঃ
________________
১/ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখতে হলে আগে তাঁকে জাগ্রত অবস্থায় স্বশরীরে দেখতে হবে।
তার প্রশ্নটি আবার পড়ুন,
“কেমন করে বুঝলেন যে, আল্লার নবী? আপনি?
দেখেছেন আল্লার নবীকে?”
তার মানে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বশরীরে জাগ্রত অবস্থায় দেখা শর্ত হিসেবে জুড়ে দিল!
২/ সত্যিকার অর্থে একমাত্র সাহাবীগনই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখতে পারেন।
কারণ?
তারা যে জাগ্রত অবস্থায় স্ব শরীরে আল্লাহর রাসুলকে দেখেছেন! দিনে তাঁকে দেখেছেন, আর রাত্রে তাঁকে স্বপ্নে দেখেছেন!!
৩/ শয়তান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূপ ধারণ করতে সক্ষম! (নাউযুবিল্লাহ)
পড়ুন তার বক্তব্যঃ
“তয় শয়তান তো ধোঁকা দিতে পারে আপনাকে?”
তার মানে, শয়তান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূপ ধারণ করে স্বপ্নে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে। (নাউযুবিল্লাহ)
অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিস্কার ঘোষণা দিয়েছেন,
‘শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়’।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
_______________
দেখুন,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শয়তান সক্ষম নয়।
বেদ’আতী মতিউর বলেছে, সক্ষম। সম্ভাবনা রয়েছে।
বলুন, পন্ডিতি আর বাটপারীটা সে কার উপর করল?
(আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, তুমি মাফ কর)

স্বপ্নে দেখা সংক্রান্ত হাদীস ও পর্যালোচনাঃ
_________________
হাদীসঃ
হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল, সে সত্যিই আমাকে দেখল। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর মুমিনের স্বপ্ন হচ্ছে নবুওওতের ছেচল্লিশ ভাগের একভাগ।
রেফারেন্সঃ
সহীহ বুখারীঃ ৬৫৯৪, এছাড়াও রয়েছে, হাদীস নং ৬৫৯২/৬৫৯৫/৬৫৯৬।
সহীহ মুসলিমঃ ২২৬৬/২২৬৭।
এছাড়া আরো অনেক।

বিশেষভাবে উল্লেখযোগ্য আরেকটি হাদীসঃ
___________________
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান আমার রূপ ধারণে সক্ষমতা রাখে না।
ইবনু মাজাহঃ হাদিস নং  ৩৯০৪।
অর্থাৎ, শয়তানের সে সক্ষমতা ই নেই যে সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকৃতি ধারণ করবে, বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

পর্যালোচনাঃ
___________
১/ আল্লামা তীবী বলেন, যে কোন ভাবেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে যদি কেউ দেখে, তবে তার সু সংবাদ গ্রহণ করা উচিৎ এবং তার জানা উচিৎ, এ স্বপ্নটি সে সত্যিই দেখেছে, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
২/ আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, বিশুদ্ধ কথা হচ্ছে, যে কোন ব্যক্তিই তাঁকে (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) যে কোন অবস্থায়ই স্বপ্নে দেখুক না কেন, সে সত্যিকার অর্থেই তাঁকে দেখেছে।
রেফারেন্সঃ
ফাতহুল বারী
ইমাম ইবনু হাজার আসকালানী
কিতাবুত তা’বীর
হাদীস নাম্বারঃ হাদিস নং ৬৫৯২।

লক্ষ্যণীয়,
____________
১/ মুহাদ্দিসগণ কখনো স্বপ্ন দেখার বিষয়টি সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ করেন নি। কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম ভাবে বিষয়টি উল্লেখ করেছেন। হাদীসে ‘মান’ শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে, যে কেঊ।
২/লক্ষ্য করুন সহীহ বুখারীর হাদিসটি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নের বিষয়টি উল্লেখ করেই মুমিনের স্বপ্নের কথা উল্লেখ করেছেন যে, মুমিনের স্বপ্ন নবুওওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ।
এর অর্থ হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন থাকবে, তাদের স্বপ্ন সত্যি হবে, এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখলে তা সত্যিকার অর্থেই স্বপ্নে দেখা হবে।

চ্যালেঞ্জঃ
________
১/ একটি হাদীসও কেউ দেখাতে পারবে না যে, রাসুল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শর্ত আরোপ করে বলেছেন, তাঁকে স্বপ্নে দেখতে হলে প্রথমে জাগ্রত অবস্থায় নিজ চক্ষে তাঁকে দেখতে হবে, যেমনটি বলেছে এই যামানার ফেতনাবাজ, হাদীসের অপব্যাখ্যাকারী মতিউর রাহমান নজদী। (মাদানী বলে আমি শব্দটির অপমান করতে চাইনা)
২/ একটি হাদীসও খুঁজে পাওয়া যাবেনা, যেখানে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শয়তান মাঝে মধ্যে স্বপ্নে তাঁর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিবে। যেমনটি বলেছে হাদীসের অপব্যাখ্যাকারী মতিউর রাহমান নজদী।
৩/ একটি হাদীস ও কেউ দেখাতে পারবে না যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সত্যিকারভাবে একমাত্র আমার সাহাবীরাই আমাকে স্বপ্নে দেখতে পারে, আর কেউ নয়।

সতর্ক বাণীঃ
____________
মুসলমান, সাবধান,
কোর’আন হাদীসের সাইনবোর্ড সামনে রেখে পেছনে পেছনে ইসলামের শিকড় কাটার ঘৃণ্য দৃষ্টান্ত হচ্ছে এই মতিউর রাহমান। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখার দরজা বন্ধ করে দিতে চায় ওয়াহাবী/নজদীরা। আপনার আমার মনের মধ্যে সন্দেহের বীজ বপন করতে চায় মতিউর রাহমানরা।

প্রিয় ভাই ও বোনেরা,
আমরা আপনাদের নিকট এ সতর্ক বার্তা পৌঁছে দিলাম। মানা না মানা আপনার ইচ্ছা।
তবে পরিশেষে এই দোয়া করে যাই,
হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে রক্ষা কর। শয়তানরূপী নিকৃষ্ট মানব যেই হোক না কেন, তুমি তার বিষাক্ত ছোবল থেকে আমাদেরকে হেফাযতে রাখিও। মুসলিম উম্মাহকে মা’মুন রাখিও, আমীন।
_______
পোস্টের সাথে সংযুক্ত ক্বুর'আন ও সুন্নাহর সহিহ্ আলোচনার সকল লিংক্স পড়ার অনুরোধ রইল।
__________
▆ পৃথিবীর জীবন ও মৃত্যু পরবর্তী কবরের জীবনের মধ্যে সংযোগ।
নোটঃ ০১
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1733754133606691
নোটঃ ০২
মহান আল্লাহর প্রিয় রাসুুল মহানবী হুজুর মুহাম্মাদ মুস্তাফা (صلى الله عليه و آله و سلم) নিজ মাযার শরীফ থেকে মুবাবারক হাত বের করে দিয়েছিলেন।
[উপস্থিত নব্বই হাজার যায়ীর যিয়ারাত লাভ করেন।]
https://m.facebook.com/hasan.mahmud/posts/1832152120433558
নোটঃ ০৩
মহান আল্লাহর প্রিয় রাসুুল মহানবী হুজুর মুহাম্মাদ মুস্তাফা (صلى الله عليه و آله و سلم) নিজ মাযার শরীফ থেকে মুবাবারক হাত বের করে দিয়েছিলেন।
[উপস্থিত নব্বই হাজার যায়ীর তা যিয়ারাতে ধন্য হন।]
https://m.facebook.com/hasan.mahmud/posts/1832396740409096
__________
▆ ক্ববর বা মাজার জিয়ারাত।
নোট ০১.
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1717050205277084
নোট ০২.
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1717051275276977
_______
অসীলা ও মাজার জিয়ারতঃ
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1825339611114809
______
আউলিয়া কেরামের মাযার বা যিয়ারাত থেকে সাহায্য প্রার্থনা
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1831035717211865
_______

 
Top