মুরসাল হাদীসের উপর আমলকারী বুকে হাত বাঁধার এটি নাকি তাদের নিকট সহী হাদীস, আসুন দেখি মুহাদ্দিসে কেরাম এই মুরসাল হাদীসের রাবীকে, কে কি বলেছেন?

সুনানে আবু দাউদ (ইফাঃ), ২/ সালাত (নামায)৭৫৯। আবূ তাওবা তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযরত অবস্থায় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে তা নিজের বুকের উপর বেঁধে রাখতেন।
ভ্রান্ত মতবাদের ভ্রান্ত আলবানীর রায়ে হাদিসটি সহিহ্।

সুপ্রিয় পাঠক,
এটি মুরসাল হাদীস। কারণ এটি বর্ণনা করেছেন একজন তাবেয়ী। তিনি কোন সাহাবী থেকে শুনেছেন তা তিনি বলেননি। তাই এ হাদীসের সনদ রাসূলে কারিম (صلى الله عليه و آله وسلم) পর্যন্ত পৌঁছেনি। যে হাদীসের সনদ রাসূলে কারিম (صلى الله عليه و آله وسلم) পর্যন্ত পৌঁছেনি। সেটি দিয়ে তথাকথিত আহলে হাদীস ওয়াহাবীরা দলীল পেশ করে। তাছাড়া এ হাদীসে সুলাইমান বিন মুসা নামে একজন বর্ণনাকারী রয়েছেন। তার সম্পর্কে
১. ইমাম বুখারী রহঃ বলেছেন, তথা তার কাছে আপত্তিকর
বর্ণনা রয়েছে।
[সূত্রঃ আলকাশিফ লিযযাহাবী]।
২. ইমাম নাসায়ী রহঃ বলেছেন, তথা তিনি হাদীসে মজবুত নন।
[সূত্রঃ আলকাশিফ লিযযাহাবী]।
৩. আলী ইবনুল মাদিনী রহঃ বলেছেন, তথা সমালোচিত ও অভিযুক্ত রাবী।
৪. আস সাজী রহঃ বলেছেন, তথা তার কাছে আপত্তিকর বর্ণনা আছে।
৫. হাকেম আবু আহমাদ রহঃ বলেছেন,তথা তার হাদীসে কিছু কিছু আপত্তিকর বিষয় আছে।
৬. ইবনুল জারূদ তাকে তার “যুআফা” গ্রন্থে উল্লেখ করেছেন। মানে তার মতে সুলাইমান একজন দুর্বল রাবী।
৭. ভ্রান্ত মতবাদের ভ্রান্ত আলবানীর মত হচ্ছে, তিনি সত্যবাদী তবে তার হাদীসে কিছু দূর্বলতা রয়েছে।
[সূত্রঃ আসলু সিফাতিস
সালাহ২/৫২৮]।
যে হাদীস একদিকে মারফূ তথা রাসূলে কারিম (صلى الله عليه و آله وسلم) পর্যন্ত সূত্রবদ্ধ নয়, অপরদিকে এমন একজন রাবী রয়েছেন, যাকে মুহাদ্দিসীনে কেরাম, এমনকি আহলে হাদীস ভ্রান্ত মতবাদের শায়েখ আলবানীও তার মাঝে দুর্বলতা আছে বলে স্বীকার করেছেন, সেই হাদীসকে তথাকথিত আহলে হাদীস নামধারী সালাফী ওহাবীরা দলীল হিসেবে উপস্থাপন করে।
_______________
মুরসাল হাদীস এর গ্রহণযোগ্যতা সম্পর্কে ফকীহ মুহাদ্দিসীনদের মতামত।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1981523215496447
_________________
মুরসাল রেওয়ায়াতের ক্ষেত্রে তথাকথিত অাহলে হাদিসদের অবস্থান।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1981535085495260
______________
নামায / صلاوات
নামাযে হাত কোথায়-কিভাবে বাঁধবেন।
http://sunni-encyclopedia.blogspot.in/2018/03/blog-post_87.html?m=1
___
ডান হাত দ্বারা বাম হাতের গোড়া ও কব্জি পেঁচিয়ে ধরাই নামাযে হাত বাঁধার সহিহ্ নিয়ম। যিরার উপর যিরা রাখা ভূল।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1952694878379281
_____________
নোট :
▆ নাভীর নিচে হাত বাঁধা
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1729035960745175

▆ বুকের উপর রাফাদানীদের হাত বাঁধা : সাম্প্রতিক এক মিথ্যাচারের জবাব ▆
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1750299405285497

▆ প্রসঙ্গ : পুরুষ ও নারীর নামায পদ্ধতির ভিন্নতা��
https://m.facebook.com/hasan.mahmud/posts/1730028243979280

▆ নামাযে পুরুষের "বুকের উপর হাত বাঁধা" পদ্ধতি ভিত্তিহীন ▆
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1728621234119981

▆নামাযে বুকের উপর পুরুষের হাত রাখা পদ্ধতি বাতীল : দাবীদার আহলে হাদিস গায়রে মুকাল্লিদ সংখ্যাগরিষ্ঠদের নিকট এ নিয়ম "শায" ও বিচ্ছিন্নতা।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1750884568560314

ভিডিওঃ
বুকে পুরুষের হাত বাঁধার কোন বিশুদ্ধ হাদিস নেই (ভিডিওতে প্রামাণ্য কিতাবসহ উপস্থাপনা।)
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1338103952982698
মহিলারা কোথায় হাত বাঁধবেন (ভিডিওতে প্রামাণ্য কিতাবসহ উপস্থাপনা।)
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1338446809615079
___________________
বিনীত অনুরোধ সম্পূর্ণ না পড়ে Comments করবেন না।
_____

 
Top