১৩-ইকামতের নিয়মাবলী
▆ আহলে হাদীসদের মতে :
আযানের বাক্যগুলো দু-দু বার করে আর ইকামতের বাক্যগুলো বেজোড় করে তথা একবার করে বলতে হবে।
দলীলঃ ��
عن أبي قلابة، عن أنس قال: إن رسول الله صلى الله عليه وسلم أمر بلالا أن يشفع الأذان، وأن يوتر الإقامة (أخرجه البخاري- ١/٨٥)
��আহনাফের মতে :
আযানের মতো ইকামতের শব্দগুলিও দুবার করে বলতে হবে।
দলীলঃ ��
عن عبد الرحمن بن أبي ليلى، قال: كان عبد الله بن زيد الأنصاري، مؤذن النبي صلى الله عليه وسلم يشفع الأذان والإقامة (مصنف إبن أبي شيبة، رقم الحديث-٢١٣٩)
عن أبي محذورة، أن النبي صلى الله عليه وسلم علمه الأذان تسع عشرة كلمة، والإقامة سبع عشرة كلمة،قال أبو عيسى: هذا حديث حسن صحيح (أخرجه الترمذي، رقم الحديث-١٩٢، مصنف إبن أبي شيبة، رقم الحديث-٢١٥١، الدارمي، رقم الحديث-١١٩٦،١٩٩٧، النسائي، رقم الحديث- ٦٣٠)
��আহলে হাদীসদের দলীলের জবাব :
ইকামত একবার বলার আদেশ সম্বলিত বিলাল রাযি. এর হাদীসটি আবু মাহযূরা রাযি. এর উক্ত হাদীসের মাধ্যমে রহিত হয়ে গেছে।
কারণ, হযরত বিলাল রাযি. এঁর হাদীসটি হলো পূর্বের আর আবু মাহযূরা রাযি. এঁর হাদীসটি হলো পরের।
তাই আবু মাহযূরা রাযি. এঁর হাদীসটি হলো রহিতকারী।
আর এটা মক্কা বিজয়ের পরের ঘটনা।
এমনকি স্বয়ং আল্লামা শাওকানী যিনি নিজেও লা মাযহাবী ছিলেন।
তিনি এ বিষয়টি অর্থাৎ আবু মাহযূরা রাযি. এঁর হাদীসটি বিলাল রাযি. এঁর হাদীসকে রহিতকারী বলে স্বীকার করেছেন।
____________
নোটঃ ০২. হাদিসের কিতাব সহ ভিডিও।
হাদীস অস্বীকারকারী, জালকারী
আহলে মুনকিরিনে হাদিস আঃ রহীম সেল্ফীর স্বরুপ উন্মোচন।
https://mbasic.facebook.com/hasan.mahmud/posts/1361212114005215
___________

 
Top