১২- দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে উঠার জন্য দুই হাতের উপর ভর না করা
▆ আহলে হাদীসদের মতে :
দ্বিতীয় রাকাতে উঠার সময় মাটিতে ভর করে উঠা সুন্নাত।
দলীলঃ ��
وإذا رفع رأسه عن السجدة الثانية جلس واعتمد على الأرض، ثم قام (رواه البخاري- ١/١١٤)
��আহনাফের মতে :
দ্বিতীয় রাকাতে উঠার সময় মাটিতে ভর করে উঠা মাকরুহ।
দলীলঃ ��
وقال ابن عبد الملك، نهى أن يعتمد الرجل على يديه إذا نهض في الصلاة (أخرجه أبو داود- ١/١٤٢)
نهى أن يعتمد الرجل على يده في الصلاة "، وقال ابن رافع: " نهى أن يصلي الرجل وهو معتمد على يده "، وقال ابن عبد الملك: " نهى أن يعتمد الرجل على يديه إذا نهض في الصلاة (السنن الكبري للبيهقي، رقم الحديث- ٢٨٠٨، شرح السنة للبغوي، رقم الحديث- ٦٧١)
��আহলে হাদীসদের দলীলের জবাব :
প্রিয় নাবী রাসূলুন কারীম (صلى الله عليه و آله و سلم) হয়ত কোন ওযরের কারণে হাতের উপর ভর করে উঠেছেন।
আর এটা প্রিয় নাবী রাসূলুন কারীম (صلى الله عليه و آله و سلم) এঁর সব সময়ের আমল ছিলো না।
বরং প্রিয় নাবী রাসূলুন কারীম (صلى الله عليه و آله و سلم) এঁর সব সময়ের আমল হচ্ছে হাতের উপর ভর না করে উঠা।
সুতরাং ওযরের কারণে সাময়িক আমল দায়েমী আমলের দলীল হতে পারে না।
Related Posts
প্রেমিকার দেয়া কাপড় পড়ে কি নামাজ হবে?
জিজ্ঞাসা–৮৯২: প্রেমিকার দেয়া কাপড় পড়ে কি নামাজ হবে?–সারোয়ার।জবাব: ফেতনার আশঙ্কা না থাকলে ব[...]
বোবা মানুষের নামাজের হুকুম কি?
জিজ্ঞাসা–৮৯৩: আসসালামু আলাইকুম। বোবা মানুষের নামাজের হুকুম কি?–আব্দুল্লাহ ।জবাব: وعليكم ال[...]
প্লাস্টিকের টুপি মসজিদে রাখা এবং পরিধান করে নামাজ পড়া
জিজ্ঞাসা–৯০৩: অনেক মসজিদে প্লাস্টিকের টুপি থাকে। এই টুপি গুলো পড়া কি জায়েজ? নাকি বিদাত?– রহিম উ[...]
নরম বিবিছানায় বা ফোমের উপর নামাজ পড়া
জিজ্ঞাসা–৯২৬: আমি সাধারণত খাটের উপর নরম বিছানায় নামাজ পড়ি। একদিন এক বোন বলল, এতে নাকি নামাজ হবে[...]
নারী ও পুরুষের নামাজ কি কোন পার্থক্য আছে?
জিজ্ঞাসা–৯২৩: আসসালামু আলাইকুম। নারী ও পুরুষের নামাজ কি একই রকম? নাকি কোন পার্থক্য আছে? আর পার্[...]