গাউসে জামান হাফিজ ক্বারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)
জন্মঃ ১৩৩৬ হিজরী, ১৯১৬ সাল
জন্মস্থানঃ শেতালু শরীফ, সিরিকোট, হরিপুর, খাইবার পাখতুনখোয়া,পাকিস্তান
ওফাতঃ ১৪১৩ হিজরী, ৭ জুন, ১৯৯৩ সাল (৭৭ বছর)
মাজারঃ জামে মসজিদ, শেতালু শরীফ, সিরিকোট, হরিপুর, পাকিস্তান
পিতাঃ সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)
সাহেবজাদাঃ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ও পীর সাবির শাহ
অন্যান্য পরিচিতিঃ
সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ একজন আধ্যাত্নিক সুফি সাধক। তিনি রাসুলে করিম (ﷺ) পবিত্র বংশধারায় ৪০ তম অধঃস্তন পুরুষ।
ধর্মীয় অবদানঃ
তিনি সুন্নিয়ত এবং ত্বরিকা-এ-আলিয়া কাদেরিয়ার বিস্তার করেন মধ্যপ্রাচ্য বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ ও বার্মার (বর্তমান মায়ানমার) রেঙ্গুনে।
- সুন্নিয়ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। যা আজ সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার লাভ করেছে।
- প্রতিষ্ঠা করেন মজলিশে গাউসিয়া সিরিকোটিয়া পাকিস্তান।
তিনি পাকিস্তান এবং বাংলাদেশ এ অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেমনঃ
- বাংলাদেশে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া,
- মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া (হালিশহর),
- মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া হাফিজিয়া (কালুরঘাট),
- মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (চন্দ্রঘোনা) ইত্যাদি,
- পাকিস্তানে মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া
- মায়ানমারে মাদ্রাসা-এ- আহলে সুন্নাত।