মহিলাদের গুরুত্বপূর্ণ কিছু মাসাইল


শরীয়তের বিভিন্ন বিধি-বিধান নারী-পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। তবে প্রকৃতিগতভাবে কিছু বিষয়ে নারীদের জন্য ভিন্ন বিধান রয়েছে। এখানে কেবল নারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিধান আলোচনা করার প্রয়োস পাচ্ছি। আল্লাহ তা‘আলা মানবজাতি সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্যে। আর ইবাদতের জন্য পাক-পবিত্র হওয়া শর্ত। আল্লাহ পবিত্র, কুরআন পবিত্র, মক্কা মদীনা পবিত্রস্থান এমনকি রাসূলুল্লাহ (ﷺ) ’র বিবিগণও পবিত্র। একারণে এদের নামের ও আলোচনার পূর্বে ‘পবিত্র’ শব্দটি ব্যবহৃত হয়।


আল্লাহ পবিত্র এবং পবিত্রতা অর্জনকারীকে তিনি পছন্দ করেন। কিছু ইবাদত আছে যা নাপাকী অবস্থায় করা যায় না। যেমন- নামায, কুরআন স্পর্শ ও বায়তুল্লাহ’র তাওয়াফ। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন- وان كنتم جنبا فالطهروا যদি তোমরা অপবিত্র থাক তবে ভালোভাবে পবিত্র হবে। ২৯২

২৯২.সূরা মায়িদা, আয়াত- ৬

 

পবিত্রতা অর্জনের প্রাথমিক স্তর হল- উযূ। নামায ও কুরআন মাজীদ স্পর্শ ও তিলাওয়াতের জন্য উযূ আবশ্যক। নারী-পুরুষ উভয়ের জন্য উযূর নিয়ম এক ও অভিন্ন।

 
Top