মহিলাদের নামায ঘরে পড়াই উত্তম


মহিলাদের জন্য নিজের ঘরে নামায পড়াই উত্তম। এতেই তাদের জন্য অধিক সাওয়াব এবং এটিই তাদের জন্য অধিকতর কল্যাণকর বরং এটিই তাদের জন্য সুন্নাতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদেরকে মসজিদে গিয়ে নামায আদায় করার চেয়ে গৃহে আদায় করার প্রতি উৎসাহিত করেছেন। হযরত উম্মে সালামা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- خير مساجد النساء قعر بيوتهن মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের নির্জন কক্ষ।৩০৪

৩০৪.আহমদ ও তাবরানী, সূত্র ফাতাওয়া ও মাসাইল ই. ফা. বা.

 

ইমাম আহমদ ইবনে হাম্বল (رحمة الله) এবং ইবনে খোযায়মা (رحمة الله) হযরত উম্মে হুযায়েদ  (رضي الله عنه)  থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) ’র এর নিকট আরয করেছিলাম- হে আল্লাহর রাসূল! আমার বড় সাধ আপনার পিছনে নামায পড়া। তিনি বললেন- 

قد علمت انك تحبين الصلوة معى وصلاتك فر بيتك خير من صلاتك فى حجرتك وصلاتك فى حجرتك خير من صلاتك صلاتك فى دارك وصلاتك فى دارك خير من صلاتك فى مسجدى

“আমি জানি আমার পিছনে (মসজিদে জামাতে) নামায পড়া তোমার পছন্দনীয়, তবে তুমি ঘরের অভ্যন্তরীণ যে নামায পড়বে, তা ঐ নামাযের চেয়ে উত্তম যা ঘরের উন্মুক্ত জায়গায় পড়বে। ঘরের ভেতরে যে নামায পড়বে, তা ঐ নামাযের চেয়ে উত্তম, যা ঘরের আঙ্গিনায় পড়বে। ঘরের আঙ্গিনায় যে নামায পড়বে, তা ঐ নামায থেকে উত্তম, যা পড়বে আমার এ মসজিদে।” বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত উম্মে হুমায়েদ (رضي الله عنه) নিজ ঘরের নিভৃততম কোণে নিজের নামায পড়ার স্থান নির্ধারণ করে নেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সেখানে নামায আদায় করেন। তাবরানী তাঁর আল মু’জামুল আওসাত গ্রন্থে হযরত উম্মে সালামা (رضي الله عنه) থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।


সুনানে আবু দাউদে হযরত আবদুল্লাহ ইবনে ওমর  (رضي الله عنه)  থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- 

لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ

“তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করনা। কিন্তু তারা তাদের ঘরে নামায পড়াই তাদের জন্য কল্যাণকর। তাবরানী আল মু’জামুল কবীর গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন- “মহিলাদের সমস্ত নামাযের মধ্যে ঐ নামাযই আল্লাহ তা‘আলা সর্বাধিক পছন্দ করেন, যা তারা নিজ ঘরে নিভৃততম কোণে পড়ে।”


মহিলারা পর্দা সহকারে কোনো অত্যাবশ্যকীয় কাজে ঘরের বাইরে গেলে এবং নামাযের সময় হলে এবং মসজিদে মহিলাদের জন্য নামায আদায় করার পৃথক ব্যবস্থা থাকলে সেখানে তারা নামায আদায় করতে পারে।

 
Top