❏ প্রশ্ন : রাসূল (ﷺ) এর জন্ম রবিউল আওয়াল মাসের ৯ তারিখ নাকি ১২ হয়েছে? অনেকে বলে ৯ তারিখে হয়েছে।


✍ জবাব : حامدا ومصليا ومسلما   শরীয়াতের বহু বিষয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। তবে এর মধ্যে সহীহ ও নির্ভযোগ্য  জামহুর ওলামায়ে কেরামের উক্তিই গ্রহণযোগ্য। রাসূল (ﷺ) এর জন্মের ক্ষেত্রে সাতটি উক্তি আছে। ২ রবিউল আওয়াল, ৮ রবিউল আওয়াল, ১০ রবিউল আওয়াল, ৭ রবিউল আওয়াল, ১২ রবিউল আওয়াল, ১৮ রবিউল আওয়াল, ২২ রবিউল আওয়াল। তবে এর মধ্যে ১২ রবিউল আওয়াল উক্তিটি সহীহ ও গ্রহণযোগ্য। ৯ রবিউল আওয়ালের কথা কোনো নির্ভরযোগ্য কিতাবে আমার দৃষ্টিগোচর হয়নি। (মুফতীয়ে হিন্দ জালালুদ্দীন আহমদ আল আমজাদী, ফাতাওয়া ফয়েযুর রাসূল : ১/২৫২)

 
Top