১১-তাশাহহুদে "আশহাদু আল্লা ইলাহা" বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে "ইল্লাল্লাহ" বলার সময় তৎক্ষণাৎ নামিয়ে ফেলা
▆ আহলে হাদীসদের মতে :
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে নামিয়ে ফেলবে না। বরং শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকবে।
দলীলঃ ��
عن علي بن عبد الرحمن المعاوي، قال: رآني عبد الله بن عمر، وأنا أعبث بالحصى في الصلاة، فلما انصرف نهاني، وقال: اصنع كما كان رسول الله صلى الله عليه وسلم يصنع، فقلت: وكيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع؟ قال: كان إذا جلس في الصلاة وضع كفه اليمنى على فخذه اليمنى، وقبض أصابعه كلها، وأشار بأصبعه التي تلي الإبهام، ووضع كفه اليسرى على فخذه اليسرى  (أبو داود- ١/١٤٢)
��আহনাফের মতে :
"আশহাদু আল্লা ইলাহা" বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে শুধু ইশারার কথা হাদীসে উল্লেখ আছে।
দলীলঃ ��
عن عبد الله بن الزبير، أنه ذكر، أن النبي صلى الله عليه وسلم كان يشير بأصبعه إذا دعا، ولا يحركها  (أبو داود- ١/١٤٢، النسائي- ١/١٣٠)
��আহলে হাদিসদের দলীলের জবাব :
তাদের হাদীসটি আমাদের হাদীসের মুখালিফ নয়।
কারণ উভয় হাদীসেই ইশারা করার কথা বলা হয়েছে।
আর ইশারার কথা আমরাও স্বীকার করি।
ইশারার পদ্ধতি হলো "আশহাদু আল্লা ইলাহা" বলার সময় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে। "ইল্লাল্লাহ" বলার সময় নামিয়ে ফেলবে।
লা মাযহাবীরা হাদীসের সঠিক মর্ম বুঝতে ভুল করেছে।
কারণ ইশারার অর্থ এই নয় যে, আঙ্গুল সর্বদা নাড়াতে থাকবে।
কারণ এটা হাদীসের খেলাফ।
কেননা হাদীসে সর্বদা আঙ্গুল নাড়ানোর কথা বলা হয় নি।

Top