বিবাহর সময় (DJ) ও নাচ-গান এর ভয়াবহতা

              💫بسم الله الرحمن الرحيم💫
☀️⁩⁦نحمده تبارك و تعالى ونصلى على رسوله الاعلى☀️
✴️সম্মানিত মুসলিম সমাজ! বর্তমান যুগে বিবাহের সময় ডিজে {DJ} অথবা গান-বাজনা একটি সাধারণ ব্যাপার হয়ে গেছে। মানুষ মনে করে, ডিজে অথবা গান বাজনা ছাড়া বিবাহ সম্পন্ন করা যাবেনা। তাই বিবাহর শুরু থেকে শেষ অবধি গান-বাজনা চলতে থাকে এই ব্যাপারে কারো তোয়াক্কা করা হয় না। কিন্তু আমরা যেহেতু মুসলিম সেহেতু আমাদের মনে রাখতে হবে যে, আমরা যে সমস্ত কাজ করছি তা যেন ইসলাম মোতাবেক সম্পন্ন হয়। বিবাহ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এতটা গুরুত্বপূর্ণ সুন্নত পালন করার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত ছিল নবী পাকের সুন্নত মোতাবেক বিবাহ সম্পন্ন করাল। কিন্তু তা না করে আমরা এই বরকত ও রহমত এর কাজটি অতি জঘন্য ও নাজায়েজ কর্ম দিয়ে সুসম্পন্ন করি। বিয়ের সময় নাচ-গান বর্তমান সময়ে একটি প্রশংসনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে ব্যক্তি জীবনেও নাচ করেনি তাদেরকেউ এই বিবাহতে নাচতে দেখা যায়। এই বিয়েতে নাচতে দেখা যায় পাত্র অথবা পাত্রীর নানা-নানি, দাদা-দাদি, পিতা-মাতা, ভাই-বোন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশী কেও।
আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, আপনাদের এই গান বাজনা ও নাচ-গানের কারণে কত মানুষের কত ক্ষতি হয়? না না আপনার তো সেসব ভাবার কোনো সময় নেই কারণ আপনি হলেন ছেলের পিতা অথবা আদরের কন্যার পিতা?
শরীয়তের দৃষ্টিতে এসমস্ত গান-বাজনা ও নাচ গান হারাম তো অবশ্যই হবে, তৎসঙ্গে যে গ্রামে সেই নাচ-গান হয় সেই গ্রামের বহু মানুষ এই নাচ-গানের কারণে হয়তো কেউ ঘুমাতে পারে না, কেউ পরীক্ষার পড়া সঠিকভাবে করতে পারেনা, কেউ বিনয় ও মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারে না, কারো মাথায় যন্ত্রণা হয় ডিজের আওয়াজ শুনে, অনেক সময় দেখা যায় মসজিদের আজানের সময়েও DJ বাঁচতে থাকে, অনেক বৃদ্ধ লোক যারা বাচ্চার চেচামেচি বরদাশ্ত করতে পারে না তারা আপনার এই ডিজের আওয়াজ কি করে সহ্য করতে পারবে? বহু শিক্ষিত ব্যক্তিরা সর্বদা পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকে তবে আপনার এই নোংরা কর্ম ও ডিজের সাউন্ড তারও ব্যস্ততা ভঙ্গ করে দেয়।
আপনি কি মনে করেন এ সমস্ত ব্যক্তিরা আপনার জন্য দোয়া করবেন? না বদ দোয়া করবেন? আল্লাহ তাআলা এবং তাঁর ফেরেশতাদের তরফ থেকে অভিশাপ নাযিল তো হবেই তৎসঙ্গে এই সমস্ত ব্যক্তিদের তরফ থেকে বদদোয়া টুকুও অবশ্যই আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান সময়ে নিতে বাধ্য থাকবেন। তাই এসব নোংরা ও জঘন্য কাজ থেকে এখনো ফিরে আসুন সময় আছে আল্লাহ তায়ালার কাছে তওবা করার। তওবা করে নিন। এবং আগামীতে এ সমস্ত কাজ করবেন না তা প্রতিজ্ঞা করে নিন। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে আমাদের কে যেভাবে বিবাহ করার নির্দেশ দিয়েছেন সেই ভাবেই বিবাহ সুসম্পন্ন করুন। আপনার বৈবাহিক ও দাম্পত্য জীবন সুখময় ও মঙ্গলময় হবে ইনশাআল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাই সালাম এর সুবর্ণ যুগে বিয়ে বাড়িতে নাচ গান তো দূরের কথা কোনো রাস্তায় চলার সময় যদি কোন সাহাবীর কানে গানের শব্দ ভেসে আসত, সেই সাহাবী নিজের কানে আঙ্গুল দিয়ে দিতেন যাতে হারাম শব্দ কানে না প্রকাশ করে। যা নিম্নোক্ত হাদিস থেকে প্রতীয়মান হয় 👇
🖋️عَنْ نَافِعٍ، قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ، مِزْمَارًا – قَالَ – فَوَضَعَ أُصْبُعَيْهِ عَلَى أُذُنَيْهِ وَنَأَى عَنِ الطَّرِيقِ وَقَالَ لِي يَا نَافِعُ هَلْ تَسْمَعُ شَيْئًا قَالَ فَقُلْتُ لاَ ‏.‏ قَالَ فَرَفَعَ أُصْبُعَيْهِ مِنْ أُذُنَيْهِ وَقَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعَ مِثْلَ هَذَا فَصَنَعَ مِثْلَ هَذَا ‏.‏
অর্থাৎ! নাফি রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনে তাঁর কানে আঙ্গুল ঢুকিয়ে দেন। তিনি সেখান থেকে দূরে গিয়ে আমাকে বলেনঃ হে নাফি! তুমি কি এখনও কোন শব্দ শুনতে পাচ্ছ। আমি বলিঃ না। তখন তিনি তাঁর কান থেকে আঙ্গুল বের করে বলেনঃ একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম, তিনি এরূপ শব্দ শুনে-এরূপ করেন।
📚{{ সুনানে আবু দাউদ হাদিস নং-
{{ মোয়ালিমুস সুনান খন্ড-4 পৃষ্ঠা-124
{{ সুনানে কুবরা বাইহাকী হাদিস নং-20997 }}
{{ মারেফাতুস সুনান হাদিস নং-20199 }}
{{ সুনানে সাগীর বাইহাকী হাদিস নং-3357 }}
✴️ সম্মানিত পাঠক! উপরোক্ত হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, গান-বাজনা ও নাচ
-গান সাহাবা একরাম অত্যন্ত অপছন্দ করতেন। এবং তার শব্দ যেন কানে প্রবেশ ণা করে তাই তারা কানে আংগুল প্রবেশ করে নিতেন। সুতরাং আমাদেরকেও সেই সাহাবায়ে কেরামের অনুসরণ ও অনুকরণ করা জরুরী। কারণ দয়া্য নবী মোস্তফা সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি হলেন সেই ব্যক্তিরা যারা আমার এবং আমার সাহাবীর পথ অবলম্বন করে জীবন অতিবাহিত করবে।
✳️তবে বিয়ের সময় যদি নাবালেগ মেয়েরা দফ বাজিয়ে কিছু ইসলামিক নাত গজল আবৃতি করতে চায় তাহলে অবশ্যই শরীয়তে তার অনুমতি রয়েছে। যা নিম্নোক্ত হাদিস থেকে প্রতীয়মান হয় 👇
عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسن
অর্থাৎ!আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে।
{{ সুনানে তিরমিজি হাদিস নং-1113 }}
{{ সুনানে কুবরা বাইহাকী হাদিস নং-14699 }}
{{ এহইয়াউ উলুমিদ্দীন খন্ড-2 পৃষ্ঠা-42 }}
{{ মুসনাদুল ফেরদৌস হাদিস নং-335}}
{{ শারহুস সুন্নাহ খন্ড-9 পৃষ্ঠা-47
عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ عَلَىَّ غَدَاةَ بُنِيَ بِي فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِدُفُوفِهِنَّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِلَى أَنْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ‏.‏ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اسْكُتِي عَنْ هَذِهِ وَقُولِي الَّذِي كُنْتِ تَقُولِينَ قَبْلَهَا ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
অর্থাৎ!! রুবাইয়ি বিনত মুআওবিয রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসর রাতের পরদিন ভোরে আমার ঘরে এলেন, এবং তুমি (খালিদ ইবনু যাকওয়ান) আমার যতটুকু কাছে তিনি ততটুকু কাছে বিছানায় বসলেন। বালিকারা তখন তাদের দফ বাজাচ্ছিল এবং আমাদের বাপ দাদা যারা বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের প্রশংসা গাঁথা গাইছিল। প্রসঙ্গক্রমে তাদের একজন গাইলঃ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ আমাদের মাঝে এমন একজন নাবী আছেন যিনি আগামী কাল কি হবে তাও জানেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন, এসব বলার কোন প্রয়োজন নেই। এর আগে যা বলছিলে তা-ই বল।
{{ সুনানে তিরমিজি হাদিস নং- 1112 }}
{{ সুনানে কুবরা নাসাঈ হাদিস নং-5538 }}
{{ মাজমুয়া রাসায়েল ইবনে রজব খন্ড-2 পৃষ্ঠা-445 }}
(( হাদীসটি সহীহ সনদে বর্ণিত হয়েছে))
✴️⁩উল্লেখ্য যে আমাদের সমাজে সাবালিকা মহিলাদের টিন অথবা ঢোল বাজিয়ে যেসব গীত ও কাহিনী বিবাহ বাড়িতে প্রচলিত আছে তা পুরোপুরি শরীয়ত বিরোধী ও হারাম কর্ম। এসব হারাম ও নোংরা শরীয়ত পরিপন্থী কর্মসমূহ পরিত্যাগ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
✴️বিবাহের সময় ডিজে ব্যবহার করা অথবা নাচ গান করা যদিও শরীয়ত পরিপন্থী একটি কর্ম তার পরেও বিবাহ সম্পন্ন হয়ে যাবে, সেই বিবাহ দ্বারা পাত্র-পাত্রী কে স্বামী-স্ত্রী বলে গণ্য করা হবে। তবে বিবাহর যে বরকত ও রহমত তা অর্জন করতে সক্ষম হবে না। উপরন্তু হারাম ও গুনাহ তার নামায়ে আমলে লিপিবদ্ধ করা হবে।
,🤲আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ও সুন্নত পদ্ধতিতে বিবাহ সুসম্পন্ন করার শক্তি প্রদান করুন!! আমীন! বি-জাহি সাইয়্যিদিল মুরসালীন আলাইহিস্ব স্বালাতু ওয়াত তাসলিম।।
💘💘💘💘💘
💫وما توفيقي الا بالله العلي العظيم💫
Top