পীর ও শাইখের মধ্যে আভিধানিক কোন পার্থক্য নেই বরং ভাষাগত পার্থক্য রয়েছে। কারন ‘পীর’ শব্দটি হল ফার্সি ভাষা এবং ‘শায়েখ’ শব্দটি হল আরবি ভাষা। আর উভয়েরই আভিধানিক অর্থ হল, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, পথপ্রদর্শক, মুর্শিদ ও মহাপুরুষ। মূল পার্থক্য হল, পীর শব্দটি বেশিরভাগ সুন্নিরা নিজের ওস্তাদ,গুরুজন ও মহাপুরুষদের জন্য ব্যবহার করেন এবং শায়েখ কথাটি বেশিরভাগ আহলে হাদীস ভাইয়েরা নিজের ওস্তাদ, গুরুজন ও মহাপুরুষদের জন্য ব্যবহার করে থাকেন। মূলত দুইটার মধ্যে কোন পার্থক্য নেই শুধু ভাষাগত দিক থেকে পার্থক্য রয়েছে। সুতরাং তন্মধ্যে একটি ব্যবহার করা যদি জায়েজ হয় তাহলে, অপরটিও জায়েজ হবে। আর যদি একটি হারাম হয় তাহলে অপরটিও হারাম হবে। উদাহরণস্বরূপ ‘পানি’, ‘জল’, ও ‘water: তিনটি শব্দের মধ্যে ভাষাগত পার্থক্য থাকলেও আভিধানিক অর্থ এক। সুতরাং পানি যদি জায়েজ অথবা পবিত্র হয় তাহলে, জল ও water-ও জায়েজ ও পবিত্র হবে। কোন ব্যক্তি যদি বলে, পানি পান করা জায়েজ তবে জল পান করা হারাম অথবা ওয়াটার পান করা হারাম তাহলে সেই ব্যক্তি অজ্ঞতার সমুদ্রে অবশ্যই নিমজ্জিত। তদ্রুপ কোন ব্যক্তি যদি বলে, নিজের গুরুজন ও মহাপুরুষদের জন্য শায়েখ কথাটি ব্যবহার করা জায়েজ কিন্তু পীর কথাটি ব্যবহার করা জায়েয নয় সে ব্যক্তিও সেই অজ্ঞতার সমুদ্রে নিমজ্জিত প্রমাণিত হবে।💘

Top