পীর কাকে বলা হয়?

بسم الله الرحمن الرحيم✳️
💫نحمده تبارك و تعالي و نصلي و نسلم على رسوله الاعلى أما بعد-💫
✴️পীর এর আভিধানিক অর্থ হল, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, ধর্মগুরু, দরবেশ, মহাপুরুষ, পথপ্রদর্শক ও অভিজ্ঞ ব্যক্তি।
আহলে সুন্নাতের নিকট পীরের পারিভাষিক অর্থ হল, পীর-সেই ব্যক্তি যার মধ্যে এই চারটি শর্ত ও গুন পাওয়া যাবে যথা-
১- সুন্নি হওয়া।
অর্থাৎ আহলে সুন্নাত পরিপন্থী কোন আকিদা ও আমল তারমধ্যে যেন না থাকে বরং কোরআন ও সুন্নাহের আলোকে তার আকিদা সঠিক হতে হবে।
২-আলিমে দ্বীন হওয়া।
যাতে নিজের সমস্ত প্রয়োজনীয় মাসলা-মাসায়েল নিজে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গ্রন্থাবলী থেকে বের করতে সক্ষম হয়।
অর্থাৎ পরহেজগার-মুত্তাকী হওয়া এবং গুনাহে কবিরা ও অন্যান্য গুনাহের সঙ্গে প্রকাশ্যভাবে জড়িত না থাকা।
৪- তার সিলসিলা সঠিকভাবে নবী করীম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাওয়া।💘
وما توفيقي الا بالله العلي العظيم و صلى الله علي حبيبه الكريم💘
Top