ওলি ও পীর এর মধ্যে পার্থক্য কি?

نحمده تبارك و تعالي و نصلي و نسلم على رسوله الاعلى أما بعد-
পীর হলো দুই ভাগে বিভক্ত। যথা-ভন্ড পীর ও সঠিক পীর। ভন্ড পীর হল সেই ব্যক্তি, যে নিজেকে পীর দাবি করে অথচ তার মধ্যে পীরের শর্তাবলী পাওয়া যায় না। এবং সঠিক পীর হল, সেই ব্যক্তি যার মধ্যে পীর হওয়ার সমস্ত শর্তাবলী বিদ্যমান।
✴️আবার সঠিক পীর দুইভাগে বিভক্ত। যথা-(১) যার মধ্যে পীর হওয়ার বাহ্যিক সমস্ত শর্তাবলী বিদ্যমান তবে সে এবাদত, তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে এখনও আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হননি।
(২) যার মধ্যে পীর হওয়ার সমস্ত শর্তাবলী বিদ্যমান। উপরন্ত সে এবাদত, তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করেছেন এবং তাঁর নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
👉ওলী বলা হয়, যারা সমস্ত গুনাহের কর্ম থেকে বিরত থাকেন এবং সমস্ত জরুরী এবাদত সমূহ আদায় করার পর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
আভিধানিক অর্থে সমস্ত আউলিয়ায়ে কেরাম কে পীর বলা যায়, তবে যে সমস্ত আউলিয়ায়ে কিরাম কোন সঠিক সিলসিলার অন্তর্ভুক্ত নন তাকে পারিভাষিক অর্থে পীর বলা যাবে না।💘
🌍 ওলী হওয়ার জন্য কোন সিলসিলার অন্তর্ভুক্ত হওয়া কি জরুরি?
👉 ওলী হওয়ার জন্য কোন সিলসিলার অন্তর্ভুক্ত হওয়া জরুরী নয় বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ও নৈকট্য অর্জন করা জরুরি যা আগেই উল্লেখ করা হয়েছে।💘
وما توفيقي الا بالله العلي العظيم و صلى الله تعالي على رسوله الكريم 💘
✍️⁩⁦মুফতী আমজাদ হোসাইন সিমনানী,প্রেসিডেন্ট সুন্নি মিশন✍️
🌍 থানা- কুশমন্ডি, জেলা- দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত🌍
 
Top