শাজরাশরীফ
=======
প্রত্যেকে দৈনিক কমপক্ষে একবার করে শাজরাশরীফ পাঠ করে, আল্ল-াহতা’য়ালার শাহানশাহী দরবারে দোয়া করবেন। শাজরাশরীফ নিম্নে প্রদত্ত হল,

শাজরায়ে আলিয়া কাদেরিয়া রেজভীয়া

১। ইয়া এলাহী মাফ করো রহম করো পুরাও মোদের নেক আশা, তোমার হাবিব নবীদের নবী   নূরে মুজাসসাম রহমতে আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াস্তে।

২। ইয়া এলাহী মুশকিলে আছান ফরমা রঞ্জ ও গম ছব দুর করো, বেলায়েতে হযরত আলী মুরতাদা মুশকিল কুশা কি ওয়াস্তে।

৩। ইয়া এলাহী নছীব করো জান্নাতে ফেরদৌস, ইমাম হুসাইন শোহাদায়ে কারবালা কি ওয়াস্তে।

৪। ইয়া এলাহী নছীব করো ইলমে মারেফত, হযরত ইমাম জয়নুল আবেদীন মদনী কি ওয়াস্তে।

৫। ইয়া এলাহী নছীব কর জিয়ারতে মদীনা, হযরত ইমাম বাকের মদনী কি ওয়াস্তে।

৬। ইয়া এলাহী  নছীব কর ছবরে ওয়াফির, হযরত ইমাম জাফর ছাদেক বাছফা কি ওয়াস্তে।

৭। ইয়া এলাহী নছীব কর জিয়ারতে বাগদাদ, হযরত ইমাম মুসা কাজেম বাগদাদী কি ওয়াস্তে।

৮। ইয়া এলাহী কবুল করো হামারী ইয়ে ইলতেজা, হযরত ইমাম আলী রেজা মদনি কি ওয়াস্তে।

৯। ইয়া এলাহী রওশন করো কলব হামারা, হযরত খাজা মারুফ কারখী বাগদাদী কি ওয়াস্তে।

১০। ইয়া এলাহী বখশিষ করো হুব্বে  নবী, হযরত খাজা ছিররে ছাক্তি বাগদাদী কি ওয়াস্তে।

১১। ইয়া এলাহী মাল ও দৌলত জাহের বাতেন আতা কর গায়েবছে, হযরত শায়েখ জোনায়েদ বাগদাদী কি ওয়াস্তে।

১২। ইয়া এলাহী নছীব করো ফয়েজে জিকির, হযরত শায়েখ আবু  বকর মুহাম্মদ  শিবলী বাগদাদী কি ওয়াস্তে।

১৩। ইয়া এলাহী দূর কর রঞ্জ ও গম, হযরত শায়েখ আব্দুল ওয়াহিদ তামিমী বাগদাদী কি ওয়াস্তে।

১৪। ইয়া এলাহী পুরা  কর হাজত হামারী, হযরত শায়েখ আবুল  ফরাহ মুহাম্মদ তারতছি রাহনুমা কি ওয়াস্তে।

১৫। ইয়া এলাহী আতা করো গায়েবী মদদ, হযরত শায়েখ আবুল হাসান আলী  হাক্বারী বাগদাদী কি ওয়াস্তে।

১৬। ইয়া এলাহী দরাজ করো রিজকে হালাল, হযরত শায়েখ আবু সাঈদ মাখজুমী বাগদাদী কি ওয়াস্তে।

১৭। ইয়া এলাহী নছীব করো গাউছিয়া ফয়েজ হযরত ইমামুত তরিকত পীরানে পীর দস্তেগীর মাহবুবে  সোবহানী কুতুবে রাব্বনী  গাউছে ছামদানী নূরে  ইজদানী মুহিউদ্দিন  গাউসূল আ’জম শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদী কি ওয়াস্তে।

১৮। ইয়া এলাহী আতা কর তাওবায়ে নাছুহা, কুতুবে জামান সৈয়দ আব্দুর রাজ্জাক বাগদাদী কি ওয়াস্তে।

১৯। ইয়া এলাহী নছীব কর কাশফে আইনে, হযরত সৈয়দ আবু ছালেহ বাছফা কি ওয়াস্তে।

২০। ইয়া এলাহী আতা কর হায়াতে দরাজী, হযরত সৈয়দ আবু নছর মহিউদ্দিন কি ওয়াস্তে।

২১। ইয়া এলাহী নছীব করো দিদারে মোস্তফা, হযরত পীরে কামেল সৈয়দ আলী কি ওয়াস্তে।

২২। ইয়া এলাহী আতা করো ফহমে কামিল, হযরত পীরে কামেল সৈয়দ মুছা দুররে ছফা কি ওয়াস্তে।

২৩। ইয়া এলাহী আতা করো দর্জায়ে এনাবত, হযরত পীরে কামেল সৈয়দ হাছান বাগদাদী কি ওয়াস্তে।

২৪। ইয়া এলাহী দান করো ছবরও কেনায়াত, কুতুবে জমান সৈয়দ আহমদ জিলানী কি ওয়াস্তে।

২৫। ইয়া  এলাহী আতা করো জুহদ ও ওরা হযরত পীরে কামেল শায়েখ বাহাউদ্দিন কি ওয়াস্তে।

২৬। ইয়া এলাহী আতা করো তাওয়াক্কুল ও  রেজা, হযরত পীরে কামেল  সৈয়দ ইব্রাহিম ইরজী  কি ওয়াস্তে।

২৭। ইয়া এলাহী দূর  করো হিরছ ও তমা, হযরত পীরে কামেল শায়েখ মুহাম্মদ ভিকারী কি ওয়াস্তে।

২৮। ইয়া এলাহী হেফাজত  করো কিবরও রিয়াছে, হযরত পীরে কামেল শায়েখ জিয়া উদ্দিন কি ওয়াস্তে।

২৯। ইয়া এলাহী নাজাত করো ওজব ও কিনা  ছে, হযরত পীরে কামেল  শায়েখ জামাল আউলিয়া কি ওয়াস্তে।

৩০। ইয়া এলাহী আতা করো দিদারে এলাহী, হযরত সৈয়দ মোহাম্মদ আউলিয়া কি ওয়াস্তে।

৩১। ইয়া এলাহী আতা করো দর্জায়ে তছলিম, হযরত পীরে কামেল  শাহ সৈয়দ আহমদ মারে হরবি কি ওয়াস্তে।

৩২। ইয়া এলাহী বাঁচাইয়া রাখ বোখল ও হারাম ছে, হযরত পীরে কামেল শাহ ফজলুল্লাহ মারে হরবি কি ওয়াস্তে।

৩৩। ইয়া এলাহী ফানা করো কাশফে বিজদানীছে, শাহ বরকতুল্লাহ (৩৪) শাহ আলে মোহাম্মদ, ৩৫) শাহ হামজা, (৩৬) শাহ আবূল ফজল আলে আহমদ আচ্ছে মিয়া (৩৭) শায়খুল হাদিস শাহ আলে রাসূল আহমদী পীরানে কামেলান মারে হরবী কি ওয়াস্তে।

৩৮। ইয়া এলাহী দান করো মাকামে ফানা ফিল্লাহ ও বাকা বিল্লাহ আ’লা হযরত আজিমূল বারাকাত তাজুশ শরিয়ত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে জামান হযরত শাহ আহমদ রেজাখাঁন বেরেলী কি ওয়াস্তে।

৩৯। ইয়া এলাহী নছীব কর বেলায়েতে লাতায়েফ (ক) মালাকুল উলামা জফরউদ্দিন বিহারী (খ)  হুজ্জাতুল ইসলাম হামিদ রেজাখাঁন (গ) মুফতিয়ে আ’জম হিন্দ মোস্তফা রেজাখাঁন কি ওয়াস্তে।

৪০। ইয়া এলাহী ফজল করো বতোফায়েলে মুরশিদী, (ক) সৈয়দ আবিদশাহ মোজাদ্দেদী আলমাদানী, (খ) সৈয়দ আহমদ  আলী রেজভী চিশতী আজমিরী কি ওয়াস্তে।

৪০।  ইয়া এলাহী আতা করো রিজকে ওয়াফির, বতোফায়েলে  মুরশিদী হযরত রায়হান রেজাখাঁন কাদেরী বেরেলী কি ওয়াস্তে।

৪১। ইয়া এলাহী রহম করো বতোফায়েলে মুরশিদী, হযরত ছোবহান  রেজাখাঁন  কাদেরী বেরেলী কি ওয়াস্তে।

৪২। ইয়া এলাহী সিরাজনগরী কি এ ইলতেজা, জিছনে এ শাজরা পড়হা আওর ছুনা, বখ্শদে ছবকো তো জুমলা পেশওয়া কি ওয়াস্তে।

 
Top