Latest News

❝༄ অতৃপ্ত আত্মা ༄❞
✍ মাসুম বিল্লাহ সানি
━━━━━━━━━━━━━━━━
আমি স্বার্থপর! তোমারই প্রেমে বড় স্বার্থপর! 
আমি নিঃস্ব! তব প্রেমে আমি মাজনুন!
ইয়া রাসূলুল্লাহ (ﷺ)-
এ জীবন-মরণ সকল কিছু হোক তব কদমে কুরবান। 
তবুও শুধু তোমাকেই চাই!
ঐ পবিত্র সত্ত্বার কসম! 
যার কুদরতী হাতে আমার এ মূল্যহীন প্রাণ! 
তুমিই কেবল আমার অস্তিত্বের পূর্ণতা!
তুমিই কেবল আমার অন্তরে দাউ দাউ করে জ্বলো। 
সকল প্রেমের পূর্ণতা দান কর! 
রহমত হয়ে বর্ষিত হও!
অশ্রু হয়ে বৃষ্টির ন্যায় ঝর।
তুফান হয়ে উলট পালট কর!
শান্ত হৃদয়ে অশান্ত ঝড় তোল! 
জোয়ার তোলে আবার ভাটা হয়ে নেমে পর।
জ্বালাও আমার ভেতর-বাহির! 
হাপড় হয়ে জ্বালাতে থাকো! 
আরও জ্বালাও! আরও........
সকল কল্যাণ, সকল অনুগ্রহ-
কেবল তোমারই কদমে উৎস্বর্গিত।
Top