༄   ❝ নি'য়ামত ❞   ༄
✍ মাসুম বিল্লাহ সানি
━━━━━━━━━━━━━━━━━
নিঃষ ছিলাম আমি সেই আদি হতেই,
প্রস্তুতিহীন বিদায়ী সফর সম্পন্ন সবেই, 
বলে উঠি সহসা-ইয়া রাব্বি!
তুমি আমাকে গড়েছ, আগলে রেখেছ,
এই দুর্বলকে সবল করেছ! 
আমার সমুদয় ভালবাসা-
ভরসার আশ্রয়স্থল তুমি!
তুমিই অপার করুণা!

যেদিন বলা হবে-
তোমার স্বীয় রবের নি'য়ামত স্বীকার কর!
অধম যেন দিতে পারি সাক্ষ্য-
স্বীয় রবের করুণায় বেঁচেছিল বক্ষ।

যদি কর হুকুম-দিয়ে যাও ঘোষণা!
হৃদে বিধৃত কন্ঠস্বর কর তুমি বিস্তৃত,
করেছ তোমার হাবিব (ﷺ)'র উম্মত!
এটাই মোদের শ্রেষ্ঠ নি'য়ামত!

অত:পর-
আমার এ ঝুলি শূণ্যতায় মিশেছে,
তোমার নামেই পূর্ণতা মিলেছে!
তুমি চিরঞ্জীব, আর তিনিই তোমার-
যিনি রয়েছেন পরম সান্নিধ্যে,
যার স্মরণকে তুমি করেছ সমুন্নত!
 
Top