জিজ্ঞাসা–৯৭৮: রোজা অবস্থায় টুথপেষ্ট বা মাজন দিয়ে দাত পরিস্কার করলে রোজায় কোন সমস্যা হয়?–আবিদ হাসান।
জবাব: রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহিরর সময় শেষ হওয়ার আগেই করে নেবে। (ইমদাদুল ফাতাওয়া ২/১৪১ জাওয়াহিরুল ফিকহ ৩/৫১৮ জাদিদ ফেকহি মাসায়েল ১/১০২)
মাওলানা উমায়ের কোব্বাদী