জিজ্ঞাসা–২৫১: স্ত্রীর হায়েজ অবস্থায় অতিরিক্ত উত্তেজনার কারণে স্ত্রীর যৌনাঙ্গ ছাড়া শরীরে অন্য কোন জায়গা ব্যবহার করে র্বীযপাত করা যাবে কিনা?–নাম প্রকাশে অনেচ্ছুক।
عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صلي الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ مِنَ الْحَائِضِ شَيْئًا أَلْقَى عَلَى فَرْجِهَا ثَوْبًا
রাসূলুল্লাহ ﷺ-এর কোন এক স্ত্রী সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর ঋতুবতী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রীর লজ্জাস্থানের উপর কাপড় রেখে তারপর করতেন। (আবূ দাউদ ২৭২)
মাওলানা উমায়ের কোব্বাদী