৩২তম হাদিসঃ নবীজি ﷺ কখন নবুয়্যত লাভ করেছেন?
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ؟ قَالَ وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالجَسَدِ
উচ্চারণঃ ‘আন আবি হুরায়রাতা, ক্বালাঃ ক্বালু ইয়া রাসুলাল্লাহ! মাতা ওয়াজাবাত লাকান্নুবুয়্যাতু? ক্বালা ওয়া আদামা বাইনার রূহী ওয়াল জাসাদ।
অনুবাদঃ হযরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্নিত। তিনি বলেন, সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, হে আল্লাহর রাসুল ! আপনার উপর কখন নবুয়্যতের দায়িত্বারোপ করা হয়েছে? নবীজি এরশাদ করলেন, যখন আদম (আলাইহিস সালাম) শরীর ও রুহের মধ্যবর্তী স্তরে ছিলেন। (অর্থাৎ যখন আদম (আঃ) এর রুহ ও শরীরের মধ্যে কোন সম্পর্ক স্থাপিত হয়নি, আমি তখনও নবী ছিলাম)।
[সুনানে তিরমিজি, ৫/৫৮৫ হাঃ ৩২০৯; মুসনাদে আহমদ বিন হাম্বল হাঃ ২৩৬২০; মুস্তাদরাকে হাকেম হাঃ ৪২০৯-৪২১০; মুসান্নেফে ইবনে শাইবা ৩৬৯/৭ হাঃ ৩৬৫৫৩]
Home
»
কিতাবঃ ৪০ হাদিস মুখস্ত রাখার ফজিলত
»
রাসূলুল্লাহ (ﷺ) এর নবুওয়াত
»
শানে মোস্তফা (ﷺ)
» ৩২তম হাদিসঃ নবীজি ﷺ কখন নবুয়্যত লাভ করেছেন?
Related Posts
৩৬তম হাদিসঃ নবীজী ﷺ ইলমে গায়েবের অধিকারী
৩৬তম হাদিস&[...]
৩৯তম হাদিসঃ উম্মতে মুহাম্মদি কখনও শিরক করবে না
৩৯তম হাদিসঃ উম্ম[...]
৩৭তম হাদিসঃ সাহাবায়ে কেরামকে গালি দেয়া কুফরী
৩৭তম হাদিসঃ সাহা[...]