প্রশ্ন:- হযরত সুন্নী আলেমগন মাহফিলে খুব বেশী জিকির ও দরুদ পড়র কেন?

জাওয়াদাতা:-হাসনাইন আহমদ আলকাদেরী।

রাসুল সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেছেন-
ما اِجْتمعَ قَومٌ فى مجلسٍ فَتَفَرَّقُوا مِن غيرِ ذكرِ اللّٰهِ والصلاةِ على النبيِّ الّا كان عليهمُ حسْرةً يومَ القيامةِ
যে সম্প্রদায় কোন মাজলিস/মাহফিলে একত্রিত হলো কিন্তু আল্লাহর জিকির ও নবিজীর উপরে দরুদ পডলোনা,হাশরের ময়দানে তার আফসোসের সীমা থাকবেনা।

সুত্র:-মাসনাদু আহমাদ ২/৪৪৬ হাদীস নং ৯৭৬৩;
হায়সামী-মাজমাউয যাওয়ায়েদ ১০/৭৯; এবং তিনি সমস্ত রাবী বিশ্বস্হ।
সহীহ হিব্বান ২/৩৫১ হাদীস নং ৫৯০;


সহীহ হিব্বানের অন্য বর্ণনায় সহীহ সনদে উল্লেখ রয়েছে এবং নবিজী বলেছেন-
كان عليهمُ حسْرةً يومَ القيامة وان أُدخِلوا الجنة
যদি তারা জান্নাতেও প্রবেশ করে,তারপরও কেয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকবে ।

সুত্র:- সহীহ হিব্বান-২/৩৫২,হাদীস নং ৫৯১;
হায়সামী-মাজমাউয যাওয়ায়েদ ১০/৬৯;

এজন্য সুন্নী আলেমগন মাহফিলে জিকির ও দরুদ শরীফ বেশী পডে থাকেন।
 
Top