
নবম শতাব্দীর মুজাদ্দিদ, হাফেজুল হাদিস,ইমাম জালালউদ্দীন সুয়ুতী(রহঃ) সংকলন করেন- "ইমাম ইবনে নাজ্জার (রহঃ) তার 'তারিখে মদিনা' গ্রন্থে হযরত আবু বকর রাদ্ববিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রসুুুুলে পাক ﷺ ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার পিতা-মাতার অথবা তাদের যে কোন একজনেরও কবর যিয়…