Latest News

জিজ্ঞাসা–৯০৩: অনেক মসজিদে প্লাস্টিকের টুপি থাকে। এই টুপি গুলো পড়া কি জায়েজ? নাকি বিদাত?– রহিম উল্লাহ।

জবাব: প্লাস্টিকের টুপি রাখা মসজিদের আদব-পরিপন্থী, বিশেষ করে যখন এগুলোর মধ্যে ঘাম ও মায়লার স্তর জমে দুর্গন্ধ বের হয় ৷ কেননা, আল্লাহ তাআলা বলেন,

يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ

‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও।'(সূরা আ’রাফ ৩১)

উক্ত আয়াতের আলোকে ফকিহগণ বলেন, এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

আর বলা বাহুল্য, প্লাস্টিকের টুপি তো এমন টুপি যে, এটি পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়। সুতরাং নামাজে প্লাস্টিকের টুপি ব্যবহার করা জায়েয হবে না এবং এগুলো মাথায় দিয়ে নামাজ পড়া মাকরুহ হবে ৷

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
Top