
যে জঘণ্য আকিদার কারণে শাঈখ ইবনে তাইমিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছিল-===================================শাঈখ তকী উদ্দিন ইবনে তাইমিয়া আল হাররানী। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। আধুনিক সময়ে পেট্রো ডলারের দৌলতে এই পঁচা-দূর্গন্ধময় মাল অতীব সুশ্রী মোড়কে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেছে।ইসলামের…