ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে "গাউছুল আযম" লক্বব নিয়ে অনেকে জানতে চাইছেন।
আমি এটার এত বিশ্লেষণ করছি না শুধুমাত্র বিখ্যাত আলেম হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব থেকে দেখাচ্ছি। উনার বিখ্যাত একটা কিতাবের নাম হচ্ছে "আখবারুল আখইয়ার"। উক্ত কিতাবের ৩৩ পৃষ্ঠায় হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি আলোচনার শুরুতে লিখেছেন,
কুতুবুল আকতাব, ফারদুল আহবাব, গাউছুল আযম, শায়খুশ শুয়ুখিল আ'লাম, গাউছুছ ছাকালাইন, ইমামুত ত'য়িফাতাইন...""



সুতরাং ইমাম আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনিই হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহির নামের আগে "গাউছুল আযম" লক্বব ব্যবহার করেছেন।
সুতরাং এটা ব্যবহার নাযায়িয বলতে গেলে প্রথমে আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। আছে কি এমন কেউ???
Top