এক,
__________________________
রাসুল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম হযরতমুয়াবিয়া রাদিয়াল্লাহুআনহুর জন্যদোয়া করেছেন বলে,
হে আল্লাহ, তুমি তাকে(মুয়াবিয়া) পথ প্রদর্শক এবং সঠিকপথপ্রাপ্ত বানিয়ে দাও এবং তারদ্বারা (অন্যদেরকে) হেদায়াত কর।
রেফারেন্সঃ
সুনানুত তিরমিযি- ৩৮৪২
হাদীসটি সহীহ
দুই,
________________________
হযরত ইরবাদবিন সারিয়াহরাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনিবলেন, আমিরাসুল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
হে আল্লাহ, তুমি মুয়াবিয়াকেকোরআনএবং হিসাবনিকাশের শিক্ষাদাও এবংতাকে (জাহান্নামের) আযাব থেকেরক্ষা কর।
রেফারেন্সঃ
মুসনাদ আহমাদ-১৭২০২
হাদীসটি সহীহ।
তিন,
___________________________
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক(রাহ) কেজিজ্ঞাসা করাহয়েছিল, মুয়াবিয়াবিন আবীসুফিয়ান (রাঃ) এবং উমারবিন আব্দুলআযীয (রাহ) এর মধ্যেকে উত্তম?
তিনি জবাবেবললেন,
আল্লাহর কসম, রাসুল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে গিয়ে হযরতমুয়াবিয়া রাদিয়াল্লাহুআনহুর নাকেরভিতর যেধুলা ঢুকেছিল, সে ধুলাউমার বিনআব্দিল আযীযথেকে হাজারবার উত্তম।এই সেইমুয়াবিয়া রাদিয়াল্লাহুআনহু যিনিরাসুল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছিলেন।যখন রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, সামিআল্লাহুলিমান হামিদাহ, তখন মুয়াবিয়ারাদিয়াল্লাহু আনহু (পেছন থেকে) বলেছিলেন, রাব্বানা ওয়ালাকাল হামদ।
এরপর আরকী কথাথাকতে পারে?
রেফারেন্সঃ
ওয়াফায়াতুল ইয়ান লি ইবনিখাল্লিকান-/৩৩
চার,
___________________________
জাররাহ আলমুসিলী বলেন, আমি একলোককে বিশ্ববিখ্যাতইমাম হাফিযুলহাদীস মুআফী বিনইমরান (রাহ)কে জিজ্ঞাসাকরতে শুনেছি, মুয়াবিয়া বিনআবী সুফিয়ানেরতুলনায় উমারবিন আব্দিলআযীযের অবস্থানকোথায়?
আমি তখনমুয়াফী বিনইমরান (রাহ)কে প্রচন্ডভাবে রেগেউঠতে দেখেছি।তিনি রাগতঃস্বরে বলেছিলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরসাহাবীদের সাথে কারো তুলনা করাযাবেনা। মুয়াবিয়ারাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁর (রাসুলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) লেখক, সাহাবী এবংআল্লাহর পক্ষথেকে আসাওহীর আমানতদার।
রেফারেন্সঃ
আশ শারীআহ লিলআজিরী/২৪৬৬-২৪৬৭


 
Top