আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছিপরম করুণাময়সেই প্রেমময়জাল্লে জালালুআহাদময় অসীমদয়ালু আল্লাহসুবাহানু তাআলা তারপেয়ারে নূরময়হাবীব শাফেয়ীনমুজনেবিন রাহমাতালাল্লিলআলামিন আহমদমোস্তফা মুহাম্মদমোস্তফা (সা:) উনার উপর দুরুদপেশ করেএবং আমারদাদা হুজুরআক্তার উদ্দিনশাহ আমার মূর্শীদকেবলা দয়ালমোখলেছ সাইএর সরণে...
(মুয়াবিয়া (রা:)ইসলাম গ্রহণের সঠিকদিন নির্ণয়)
প্রিয় পাঠকগণআমরা আজসুন্নী মুসিলমরা দিনদিন সঠিকমতবাদ থেকেবিচ্যুত হয়েযাচ্ছি আমাদেরইসলাম ধর্মের ইতিহাসকে বিভিন্ন ভাবে বিক্রিত করে ফ্যাতনা ছড়ানো হচ্ছে সঠিক ইসলাম এবং মূল ইসলামে সঠিক ইতিহাস একমাত্র ওলী আওলিয়াদের মধ্যে তালাশ করিলে পাওয়া যায়।কিন্তু আফসোস আমরা দিন দিন তাদের বিপরীত মুখী হয়ে যাচ্ছি।তাদের রচিত কোন কিতাব না পড়ে বাজারের আলতু ফালতু কিতাব পড়ে নিজে বিভ্রান্ত হচ্ছি এবং অপরকে বিভ্রান্ত করছি।এমন একটি বিভ্রান্তু মূলক তথ্য হলো হযরত আমীরে মুয়াবিয়া (রা:)ওনার ইসলাম গ্রহণের সাল উক্ত তথ্যটি আমি হাকীমূল উম্মাত আহমেদ ইয়ার খান নঈমী (:)ওনার রচিত নিজ কিতাব এবং ফতহুল বারী থেকে দলিল দিব........
ইসলাম গ্রহণ১ম সূত্র:আমরা অনেকেইজানি আমীরেমুয়াবিয়া (রা:)মক্কা বিজয়ের সময়ইসলাম ধর্মগ্রহণ করেনএই মতটিনির্ভরেযাগ্য নয় কারণ আমি নিজেইএখানে হাকীমূলউম্মাত বুখারী শরীফেরশরহা ফতহুলবারীর ভিত্তিতেদেখা যায়আমীরে মুয়াবিয়া(রা:)ইসলামধর্ম গ্রহণকরেন হুদায়বিয়ারসন্ধীর দিন৮ম হিজরীতে,তবে তারইসলাম ধর্মগ্রহণটি তখনকারো কাছেপ্রকাশ পায়নি,যখন মক্কাবিজয় হলোতখন তারইসলাম গ্রহণেরব্যপারটি প্রকাশকরেন-আহমেরইয়ার খাননঈমী রচিতকিতাব-আমীরেমুয়াবিয়া (রা:)
ইসলাম গ্রহণ২য় সূত্র: ওয়াকেদি বলেন, হুদায়াবিয়ার সন্ধির পর তিনি ইসলামগ্রহণ করেছিলেন।তবে বিষয়টিগোপন রেখেছিলেন।পরবর্তী সময়েমক্কা বিজয়েরসময় প্রকাশকরেছিলেন। (ফাতহুল বারী : /৪৩৩)সম্মানীতপাঠকগণ আশাকরিআপনার উক্তিবিভ্রান্তি থেকে মুক্তি পাবেন।তাই আসূনঅন্যজনকে এইসঠিক তথ্যটিদিতে পোষ্টটিঅধিক শেয়ারকরি আরওলী আওলীয়াদেরসানিধ্যে জীবনবিলিয়ে দেয়..আল্লাহ আমিন--প্রচারে-মোখলেছিয়াসূণ্নী খানকাশরীফ


 
Top