
১- জামাতে নামাজ পড়ার সময় ইমাম যখন সূরা পড়েন উচ্চস্বরে তখন কি আমি ও পড়ব?👉না। চুপ থেকে শুধু শুনবেন।২- জামাতে আছর যোহর এর নামাজে ইমাম সূরা শব্দ ছাড়া পড়েন একেত্রে আমি ও কি নিজে নিজে সূরা ফাতিয়া এবং অন্য সুরা পড়ব?👉না। চুপ থেকে শুধু শুনবেন।৩- জামাতের নামাজে এক রাকাত চলে গেলে আমি যখন নামাজে শরীক হব তখ…