নামাজ জান্নাতের চাবীحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحُسَيْنِ الْمِصِّيصِيُّ قَالَ: نا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ-“হযরত জাবের (رضي الله عنه) বলেন, রাসূলে করীম ( ﷺ) বলেছেন: জান্নাতের চাবী হল সালাত এবং সালাতের চাবী হল অজু করা।” ৯৯, ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৪৩৬৪; মুসনাদে আহমদ, হাদিস নং ১৪৬৬২; তিরমিজি শরীফ, হাদিস নং ৪; মুসনাদে আবী দাউদ ত্বাালিছী, হাদিস নং ১৮৯৯; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৫৯৬; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ২৪৫৬; মেসকাত শরীফ, হাদিস নং ২৯৪;এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه) তদীয় কিতাবে উল্লেখ করেছেন,قَالَ ابْنُ حَجَرٍ بِسَنَدٍ حَسَنٍ، -“ইমাম ইবনু হাজার ( رَحْمَةُ الله عليه) বলেছেন: হাছান সনদে বর্ণিত।” ১০১০, মেরকাত শরহে মেসকাত, ২৯৪ নং হাদিসের ব্যাখ্যায়;এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه) বলেছেন,عَن جَابر واسناده حسن -“হযরত জাবের (رضي الله عنه) থেকে হাছান সনদে বর্ণিত।” ১১১১, ইমাম মানাভী: আত তাইছির বি’শারহি জামেইছ ছাগীর, ২য় খন্ড, ৩৭৭ পৃ:;এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনু মুলাক্কিন ( رَحْمَةُ الله عليه) তদীয় কিতাবে উল্লেখ করেছেন,وَوَقع للْقَاضِي أبي بكر بن الْعَرَبِيّ: إِن أصح شَيْء فِي هَذَا الْبَاب وَأحسن حَدِيث جَابر (هَذَا) . وَلَيْسَ بجيد مِنْهُ؛-“ক্বাজী আবু বকর ইবনু আরাবী ( رَحْمَةُ الله عليه) উল্লেখ করেছেন, এ বিষয়ে যদি কোন বিশুদ্ধ বর্ণনা থাকে তাহলে হযরত জাবের (رضي الله عنه) এর বর্ণনাটি সর্বোত্তম অর্থাৎ এই হাদিস। এর চেয়ে অধিক উত্তম রেওয়ায়েত নেই।”১২১২, ইমাম ইবনু মুলাক্কিন: বাদরুল মুনীর, ৩য় খন্ড, ৪৫০ পৃ:;এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,الدعاء مفتاح الرحمة، والوضوء مفتاح الصلاة، والصلاة مفتاح الجنة. (فر) عن ابن عباس.-“দোয়া হল রহমতের চাবী, ওজু হল নামাজের চাবী এবং নামাজ হল জান্নাতের চাবী। মুসনাদু ফেরদৌস হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন।” ১৩১৩, মুসনাদু ফেরদৌস, হাদিস নং ৩০৮৬; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ৬৭৪৯; আত তানভীর শারহু জামেইছ ছাগীর, হাদিস নং ৪২৪১; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৩১১৬;এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه) বলেছেন,فر عَن ابْن عَبَّاس بِإِسْنَاد ضَعِيف -“মুসনাদু ফেরদৌছে হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে দ্বায়িফ সনদে বর্ণিত আছে।” ১৪১৪, আত তাইছির বি’শারহি জামেইছ ছাগীর, ২য় খন্ড, ১১ পৃ:;এই হাদিস সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনে ছিলাহ ( رَحْمَةُ الله عليه) ওফাত ১১৮২ হিজরী তদীয় কিতাবে বলেন,فر عن ابْن عَبَّاس بإسناد ضعيف. -“মুসনাদু ফেরদৌছে হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে দ্বায়িফ সনদে বর্ণিত আছে।” ১৫১৫, আত তানভীর শারহু জামেইছ ছাগীর, হাদিস নং ৪২৪১;যেহেতু হাদিসটির একাধিক সূত্র রয়েছে, এর মধ্যে একটি সনদ হাছান ও আরেকটি সনদ দ্বায়িফ ; সেহেতু উভয় সূত্র একত্রিত হয়ে অবশ্যই ক্বাবী বা শক্তিশালী রেওয়ায়েত হবে।---------------------------------
Related Posts
‘মদিনার রওজার মাটি দিয়ে নবীজি সৃষ্টি’ কথাটি ভিত্তিহীন
‘মদিনার রওজার মাটি দিয়ে নবীজি সৃষ্টি’ কথাটি ভিত্তিহীনকেউ কেউ বলে বেড়ায় যে, প্রিয় নবীজি ( ﷺ) কে মদি[...]
মা-বাবার চেহারার দিকে তাকালে হজ্বের সওয়াব
মা-বাবার চেহারার দিকে তাকালে হজ্বের সওয়াবأَخْبَرَنَا أَبُو مَنْصُورٍ أَحْمَدُ بْنُ عَلِيٍّ الدَّامِغ[...]
জুময়ার দিন গরীবের হজ্ব
জুময়ার দিন গরীবের হজ্বইমাম আবু সাঈদ ইবনে আরাবী মুহাম্মদ ইবনে আহমদ ইবনে যিয়াদ বাছরী ( رَحْمَةُ الله ع[...]
শবে মেরাজের রাত্রের ফজিলত ও ইবাদত প্রসঙ্গে
শবে মেরাজের রাত্রের ফজিলত ও ইবাদত প্রসঙ্গেأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنِي أَبُ[...]
প্রিয় নবীজি ( ﷺ) এর লজ্জাস্থান কেউ দেখেনি
প্রিয় নবীজি ( ﷺ) এর লজ্জাস্থান কেউ দেখেনিحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْفَرَجِ، حَدَّث[...]