Latest News

ওয়ালিমা এবং যিয়াফতের বর্ণনা-



❏ প্রশ্ন-১২০ঃ ওয়ালিমা কাকে বলে? ওয়ালিমা অর্থ কী?


✍ উত্তরঃ ওয়ালিমা শব্দটি ايتلام থেকে নির্গত। ايتلام অর্থ- একত্রিত হওয়া। কেননা এটা স্বামী-স্ত্রী একত্রিত হওয়ার সময় খাওয়ানো হয়, তাই এটাকে ওয়ালিমা বা বৌ-ভাত বলা হয়। অতএব, ওয়ালিমা সে ভোজ্যানুষ্ঠানকে বলা হয়, যা বিবাহ উপলক্ষে আয়োজন করা হয়। অধিকাংশ ওলামার মতে, ওয়ালিমা সুন্নাত। কারো মতে, মুস্তাহাব। আর কেউ কেউ ওয়াজিব বলেছেন।

ওয়ালিমা সম্পর্কে ওলামাদের বিভিন্ন উক্তি পাওয়া যায়। কারো মতে, স্বামী-স্ত্রীর সাক্ষাতের পরের খাবারই ওয়ালিমা। কেউ বলেন, আক্দের সময় খাবারকে ওয়ালিমা বলে। আবার কারো মতে, আক্দের সময় এবং স্বামী-স্ত্রীর সাক্ষাতের পর- উভয় খাবারের নাম ওয়ালিমা। তবে গ্রহণযোগ্য অভিমত হলো- বিবাহোত্তর স্বামীর সামর্থানুযায়ী বৌ-ভাত খাওয়ানোকে ওয়ালিমা বলে।

Top