উত্তর: পবিত্র ক্বোরআনে বর্ণিত, মুহরমাত তথা যাদেরকে বিবাহ্ করা পুরুষদের জন্য হারাম তারা হলেন- আপন মা, আপন খালা, আপন ফুফু, আপন শ্বাশুড়ী, দুধু মা, আপন মেয়ে, আপন ভাতিজি, আপন বোনের মেয়ে, ছেলের স্ত্রী, সৎমেয়ে, আপন দাদী, আপন নানী ও দুধু বোন ইত্যাদি। উপরোল্লেখিত নারীগণ ব্যতীত আপন মেয়ের কন্যা (নাতনী), নাতীনের মেয়ে এভাবে নীচের দিকে সবাই, আপন ভাতিজি ও ভাগিনীর মেয়ে এভাবে ভাতিজি ও ভাগিনীর মেয়ের মেয়ে যত নীচের দিকে যায়, সৎমেয়ের মেয়ে যত নীচের দিকে যায় এবং দুধু বোনের মেয়ে ও মেয়ের মেয়ে যত নীচের দিকে যায় তাদেরকে বিবাহ করা হারাম। তবে আপন ভাতিজা ও ভাগিনার বউ এবং আপন চাচী ও মামী মুহরামাত (যাদেরকে বিবাহ্ করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে হারাম) এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। [তাফসীর সহ সূরা নিসা: আয়াত নং ২৩ ও শরহুল বেকায়া নেকাহ (বিবাহ্) অধ্যায়]
Home
»
কিতাবঃ যুগজিজ্ঞাসা
»
প্রশ্ন-উত্তর
» প্রশ্ন: আপন-ভাতিজা ও ভাগিনার বউ এবং আপন চাচী/মামী- তারা কি মোহরেম না কি গায়রে মোহরেম?
Related Posts
প্রশ্ন: আমাদের মসজিদের মেহরাবের বাম পাশে একটি দরজা করে ছোট একটি রুম করা হয়েছে মৃত ব্যক্তির লাশ রাখার জন্য (রুমটি মেহরাবের বাম পাশে মসজিদের বাইরে এবং দরজাটি মসজিদের দেয়ালে লাগানো)। যাতে মৃত ব্যক্তির লাশ সেখানে রেখে মসজিদে জানাযার নামায পড়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে ইমাম সাহেব জানান- ‘বর্তমানে জায়গা স্বল্পতার কারণে এরূপ ব্যবস্থা করা হয়েছে।’ অথচ আশে-পাশে খোলা জায়গা বা স্কুলের খেলার মাঠ রয়েছে। ক্বোরআন, হাদীস ও ফিক্বহ শাস্ত্রের মতে উক্ত পদ্ধতিতে জানাযা নামায আদায় করা জায়েয হবে কিনা?
উত্তর: বিখ্যাত ফক[...]
প্রশ্ন: আমার এক সহপাঠির সাথে আক্বিদা সম্পর্কিত বিতর্কের এক পর্যায়ে সে আমাকে প্রশ্নবিদ্ধ করে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হল- জানাযা অর্থ দোআ। দোআর পর কোন দোআ পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ- নামাযে জানাযার পর মুনাজাত করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন হল- নামাযে জানাযার ইমামতির হকদার প্রথমে মৃতের ওলী, তারপর মসজিদের ইমাম। কিন্তু আমি ‘মুখতাসারুল কুদরীতে’’ পড়েছি- واولى الناس بالامامه- عليه السلطان ان حضر فان لم يحضر فيستحب تقديم امام الحى ثم الولى- সুতরাং এ বিষয়ে সঠিক সমাধান দিলে কৃতজ্ঞ হবো।
উত্তর: আমাদের দে&[...]
ছেলে বা মেয়েকে কারো সাথে বিয়েতে বাধ্য করা কি বৈধ?
ছেলে বা মেয়েকে কারো সাথে বিয়েতে বাধ্য করা কি বৈধ?▬▬▬●◈●▬▬▬প্রশ্ন: বিয়ের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা প[...]
নবীজীকে ওহাবীরা কেন দেখে না?
💟সৈয়দ হাসেমী মিয়া (মা,জি,আ)এর যুক্তিঃ-=============================ওহাবীরা মিলাদ কিয়ামকে ঠাট্টা করে[...]
বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা
#জাতির #পিতা #সমাচারলেখকঃ-হাসনাইন আহমদ কাদেরীসম্মানিত পাঠকগন,আমি অনলাইনে মাঝেমধ্যে বিভিন্ন প্রশ্নের [...]