আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
 (প্রসঙ্গ সূরাআনামের ১৫৯ নং আয়াতের তাফসীর)
আজকাল লা মাযহাবি ভাইয়েরা মাযহাবী ভাইদের এই আয়াত দিয়ে ঘায়েলকরতে চায় তারাবলে যারা নিজেরদ্বীনকে বিভিন্ন দলে উপদলে ভাগ করেছেতাদের সাথে আমারনবী মোহাম্মদ (সা:)ওনার কোন সম্পর্ক নেই তাদের কথা এবং কোরানের আয়াত দুটোই ঠিক কিন্তু এই আয়াত এর তাফসীর বা ব্যখ্যা কি তা আমাদের লা মাযহাবী ভাইয়েরা জানে না বা জানতে চায়নাবা জানলে তাদেরভন্ডামী যে প্রকাশ হযে যাবে সে ভয়ে হয়তো প্রকাশ করেনা কিন্তু হাদীসমতে যারা সত্যগোপন করে তারাযতই কোরান হাদীসের কথা বলবে বা মানুষদের হেদায়াত করতেচাইবে তারা ভ্রান্ত তাই সাবধান এসব দল থেকে এবারআসি আমার লেখারমূল কথায়-যারাদ্বীন সমন্ধে নানামত সৃষ্টি করেছে কথার অর্থহলো আমরা সবাইইসলামকে মানি ইসলামপরিপূর্ণ ধর্ম কিন্তু এই ধর্মের অনেকনিয়ম নিতী রয়েছেযা একটি দল ব্যতীত বাকী ৭২ টি দল ইসলামের আইন কানুন কিছুমানে আর কিছুমানেনা কিন্তু তারাসবাই ইসলাম ধর্মের মধ্যে আছে কিন্তু ইসলাম ১০০% এর মধ্যে কোন দল ৫০% বা কোনদল ৬০%বা কোন দল ৭০% বা কোন দল ৮০%বা কোনদল ৯০ % বা কোন দল ৯৫% বা কোন দল ৯৮% কিন্তু ১০০% এর মধ্যে নেই একমাত্র একটি দল ১০০% এর মধ্যেআছে আর সেটিআহলে সূণ্নাত ওয়ালজামাত তাই সাবধান যারা এই আয়াতমাযহাবী ভাইদের ঘায়েলকরতে চান বুঝেনিন আপনারাই বাতিলযেমন..আহলে হাদিস-মিলাদ পড়ে না তারাবী নামায রাকাত পড়ে সম্মিলত মোনাযাত করে না,শিয়ারা-খোলাফায়ে রাশেদীন কে মানে না সাহাবীর মধ্যে সাহাবীকে মানে বাকী সাহাবীকে মানে না,সালাফির-ওহাবী-এরা সব খাটাশকোন মাযহাব মানেনা মাযার যিয়ারত কে মাযার পূজাবলে অ্যখ্যায়িত করে ইত্যাদি এসব দল বাতিল আর এই আয়াতের দ্বারা সকল লোকদেরই বলা হয়েছে যারা ইসলামের ১০০% নিয়ম নিতিথেকে সড়ে গিয়েনিজেদের মতবাদে বিশ্বাসী হয়ে পড়েছে তাই এসকল দল থেকেদুরে সড়ে থাকুনআর ওলি আওলিয়াদের পথে নিজেকে বির্সজন দিয়ে আহলে সূন্নাত ওয়াল জামাতের সাথেথাকুন কারণ দুনিয়াতে নাজাত প্রাপ্ত এই একটি দল-আল্রাহ আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
 
Top